ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

শাপলা চত্বরের ঘটনা নিয়ে নতুন তথ্য ফাঁস

২০২৫ জানুয়ারি ০৩ ২০:৫৬:৩৫
শাপলা চত্বরের ঘটনা নিয়ে নতুন তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশের পর নিরাপত্তা বাহিনীর অভিযান বিষয়ক আলোচনা আজও চলমান। এই ঘটনায় তৎকালীন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ হোসেনের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এই অভিযোগ অস্বীকার করেছেন।

সোহেল তাজ শুক্রবার (০৩ জানুয়ারি) বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই দাবি করেন। তিনি জানান, ‘যারা আশরাফ ভাইকে শাপলা চত্বরের ঘটনার জন্য দোষী সাব্যস্ত করছেন, তা সঠিক নয়। তিনি কিছু কথা বলতে পারেন, তবে সব সিদ্ধান্ত আসে একেবারে উপরের স্তর থেকে।’

পোস্টে সোহেল তাজ ইঙ্গিত দেন, এই বিষয়ে তার কথা বলার আরও কিছু বিষয় রয়েছে। তিনি উল্লেখ করেন, ‘সিরিজ চলবে, এখন আমার পালা।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম রাজধানীর শাপলা চত্বরে এক সমাবেশের আয়োজন করে, যেখানে ১৩ দফা দাবি উপস্থাপন করা হয়। এ আন্দোলনের মধ্যে উত্তেজনা ও সহিংসতার সৃষ্টি হয় এবং রাতের বেলায় নিরাপত্তা বাহিনী শাপলা চত্বর খালি করে ফেলে।

সৈয়দ আশরাফ এ ঘটনার পর মন্তব্য করেছিলেন, ‘হেফাজতে ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে।’ হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে তখনকার পরিস্থিতি ছিল মারাত্মক উত্তপ্ত এবং ভীতিকর।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে