ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

২০২৫ জানুয়ারি ০৩ ১১:০৪:০০
বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে ৫ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। এই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের কোথাও কোথাও কম্পন অনূভত হয়েছে। বিশেষ করে কুমিল্লা ও সিলেটের মানুষ ভূমিকম্প টের পাওয়ার ব্যাপারে ফেসবুকে পোস্ট দেন।

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

সিলেটের পাশপাশি কুমিল্লাতেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে অনেকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ফেসবুকে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

সিলেট থেকে প্রতিবেদক জানিয়েছেন, কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প। এতে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সকাল ১০টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প হয় বলে জানান তিনি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মীহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। আপাতত এইটুকু জেনেছি। পরবর্তীতে বিস্তারিত জানাবো।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে