ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডলার বাজারে বড় ঘোষণা: ছোট-বড় আমদানিতে একই দামে ডলার

২০২৫ জানুয়ারি ০৩ ১৭:১৭:০৭
ডলার বাজারে বড় ঘোষণা: ছোট-বড় আমদানিতে একই দামে ডলার

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ব্যাংক দেশের ডলার বাজারে শৃঙ্খলা আনার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এর আওতায়, এখন থেকে ছোট-বড় সব আমদানিতে এবং প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ডলার কেনার ক্ষেত্রে একমাত্র একই দামে ডলার বিক্রি করতে হবে। তবে, ডলারের কেনা ও বিক্রির মধ্যে সর্বোচ্চ এক টাকার পার্থক্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ব্যাংকগুলোকে তাদের শাখাগুলোতে ডলারের দাম ডিজিটাল বোর্ডে প্রদর্শন করতে হবে।

এই নতুন নির্দেশনার মাধ্যমে ডলারের দাম বাজারভিত্তিক করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ব্যাংকগুলো নিজেদের মধ্যে ১২২ টাকা দরে ২২ লাখ ৫০ হাজার ডলার কেনাবেচা করেছে, যা বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এর ফলে আমদানিতে ডলারের দাম পড়ছে ১২৩ টাকা। ১২২-১২৩ টাকায় ডলারের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও মাঝে তা ১২৬-১২৭ টাকায় উঠেছিল, তবে এখন আবার আগের অবস্থানে ফিরে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পূর্বে জানিয়েছিলেন, ১১৯ টাকার সঙ্গে সর্বোচ্চ আড়াই শতাংশ ডলারের দাম বাড়ানো যাবে, যা ১২২ টাকায় পৌঁছাতে পারে। বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ডলার কেনা ও বিক্রির ক্ষেত্রে এক টাকার পার্থক্য থাকতে পারবে, এবং সব ধরনের ডলার কেনা-বেচায় একই দাম রাখতে হবে।

এছাড়া, ব্যাংকগুলোকে নিয়মিতভাবে তাদের ডলার কেনাবেচার তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। কোনো ব্যাংক যদি এই নির্দেশনা মেনে না চলে, তবে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংক শাখাগুলো প্রতিদিন দু'বার ডলার কেনাবেচার তথ্য বাংলাদেশ ব্যাংককে সরবরাহ করবে। এছাড়া, আগামী ১২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিনের ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস প্রকাশ করবে।

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ডলারের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংক বাস্তবায়ন করতে উদ্যোগী হয়েছে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে