ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাদী চেনেন না আসামিকে, আসামি বাদীকে!” - মামলার বাণিজ্য ও তার চিত্র

২০২৫ জানুয়ারি ০৩ ১৩:৪৯:৪৪
বাদী চেনেন না আসামিকে, আসামি বাদীকে!” - মামলার বাণিজ্য ও তার চিত্র

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে বিস্তার লাভ করেছে একটি মামলা বাণিজ্যের অসাধু চক্র। সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে দায়ের করা মামলা থেকে আসামিদের নাম কেটে দেওয়ার জন্য চক্রটি লাখ লাখ টাকা দাবি করছে। বর্তমানে দেশে এমন এক চক্র সক্রিয়, যা “মামলা বাণিজ্য” হিসেবে পরিচিত।

গত আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর রাজধানী ঢাকার আশুলিয়া এলাকার পিতা-পুত্র গড়ে তোলেন একটি ‘মামলা বাণিজ্য’ চক্র। এই চক্রটি বাড়ির ভাড়াটিয়া এক নারীকে দিয়ে ভুয়া মামলা দায়ের করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে পুলিশ ওই মামলার চূড়ান্ত রিপোর্ট তৈরি করে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

মামলা বাণিজ্যের এই চিত্র শুধু ঢাকার আশুলিয়া নয়, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের আগস্ট মাসে সরকার পতনের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে লক্ষ্য করে শুরু হয় এই চক্রের কাজ। ভুয়া মামলায় নাম অন্তর্ভুক্ত করে পরে সেই নাম মুছে দেওয়ার নামে কোটি কোটি টাকা কামানো হচ্ছে।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, এসব বানোয়াট মামলার পেছনে রয়েছে চাঁদাবাজি, পূর্বশত্রুতা এবং রাজনৈতিক প্রতিহিংসা। পাশাপাশি জমি দখল এবং হয়রানি করার উদ্দেশ্যও এর সঙ্গে যুক্ত। ধনাঢ্য ব্যবসায়ী, ঠিকাদার, সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষের নাম এসব মামলায় আসামি হিসেবে রাখা হচ্ছে।

এমনকি কিছু মামলায় বাদী ও আসামি একে অপরকে চেনেন না। অনেক বাদী নিজেই চমকে ওঠেন যখন মামলার বাদী হিসেবে তাদের নাম দেখা যায়। এমন একটি ঘটনা ঘটে সিলেটের গোলাপগঞ্জে, যেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোবারক আলীর ছেলে গউছ উদ্দিন। এর পর ২৩ আগস্ট তার ভাতিজা রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে ফেসবুকের মাধ্যমে রেজাউল জানতে পারেন যে তিনি মামলার বাদী। তিনি জানান, তার স্বাক্ষর জাল করে মামলাটি দায়ের করা হয়েছে। গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা কালের কণ্ঠকে জানান, “বাদীর স্বাক্ষর জাল কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে আমরা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

এ বিষয়ে তিনি আরো জানান, “যিনি মারা গেছেন তার পরিবারের বিচার পাওয়ার অধিকার রয়েছে। আমরা আসামিদের বলেছি, নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না এবং নাম কাটানোর জন্য কারো সঙ্গে যোগাযোগ না করতেও বলেছি।”

এ ধরনের ঘটনার মধ্যে কিছু সুযোগ সন্ধানী মানুষও রয়েছেন, যারা মামলার বাণিজ্যে জড়িত।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে