ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

২৭ বছর ঘর করছেন মীর হিন্দু বাড়ির মেয়ের সঙ্গে!

২০২৪ মে ১৮ ১৪:৪৮:৩৫
২৭ বছর ঘর করছেন মীর হিন্দু বাড়ির মেয়ের সঙ্গে!

বিনোদন ডেস্ক : মীর আফসার আলী নামটির সঙ্গে যতটা না সাধারণ মানুষ পরিচিত, তার থেকেও বেশি পরিচিত মীর নামের সঙ্গে। মীর ওরফে মীর আফসার আলী বদলে দিয়েছিলেন রেডিও সঞ্চালনার সংজ্ঞাটাই। রেডিও থেকে শুরু করে স্ট্যান্ড আপ কমেডি, সর্বক্ষেত্রেই মীরের প্রতিভার ছাপ পেয়েছে আপামর বাঙালি দর্শক

মীর সব সময় যতটা লাইম লাইটে থাকেন, তার থেকে অনেকটাই দূরে থাকেন মীরের স্ত্রী ও কন্যা। ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা আলোচনা করেন না মীর। তবে নিজের বিবাহ বার্ষিকীতে মীর ধরা দিলেন সম্পূর্ণ রোমান্টিক অবতারে। মীর ১৯৯৭ সালে আজকের দিনেই বিয়ে করেছিলেন। মীরের স্ত্রীর নাম সোমা ভট্টাচার্য।

অনেকেই হয়ত জানেন না মীরের স্ত্রী হিন্দু। ‘বিয়ের জন্মদিন’ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সোমার সঙ্গে পুরনো ছবি পোস্ট করেছেন মীর। ছবিটি ফ্রান্সে তোলা। এই ছবিতে কালো টি-শার্টের সঙ্গে নীল জ্যাকেটে দেখা যাচ্ছে সোমাকে। তার পেছনে কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে মীর।

মীর একটা জলপাই রঙের জ্যাকেট পরে আছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে মীর লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি ডাক্তার। ২৭ বছর, তারপর আর কে গোনে…’

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আরও একবার এটা সত্যি প্রমাণ হল… দুটো মানুষ একসঙ্গে থাকতে থাকতে একইরকম দেখতে হয়ে যায়।’

অন্য একজন লিখেছেন, ‘মিসেস ক্যাপ্টেন খুব সুন্দরী। আপনাদের দুজনকেই বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা’।

অনেক ভক্ত মীরকে অভিনন্দন জানিয়েছেন। মীর একবার প্রকাশ করেছিলেন যে তারা দুজনেই তাদের ক্যারিয়ারে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করছিলেন যখন তারা বিয়ে করেছিলেন।

এছাড়াও এটি একটি আন্তঃধর্মীয় বিয়ে ছিল। তারা খুব কম মানুষকে বিয়ে করেছে। মীর ও সোমার একমাত্র মেয়ে মুসকান।

শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে