ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের জামাত

২০২৪ এপ্রিল ০২ ১৩:০৪:০৭
সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের জামাত

সৌদিতে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের জামাত

প্রবাস ডেস্ক : সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের নামাজ শুরু করার নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয় উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী এই নামাজের সময় নির্ধারণ করেছে। ধর্মমন্ত্রী শেখ আবদুললাতিফ আল-শেখ একটি সার্কুলারে রাজ্যের বিভিন্ন অঞ্চলে মন্ত্রকের সমস্ত শাখাকে এই নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সৌদি মন্ত্রী জানান, নামাজের জন্য উন্মুক্ত মাঠ ও সব মসজিদে ঈদুল ফিতরের জামাত হবে। তবে নামাজের জন্য খোলা মাঠ সংলগ্ন যেসব মসজিদ রয়েছে, সেখানে জামাত হবে না।

ছাড়া যেসব শহর ও গ্রামের মসজিদগুলোতে সাধারণত ঈদের জামাত হয় না, সেসব মসজিদেও এবার ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে বলে তিনি জানান।

ঈদ-উল-ফিতরের নামাজের জন্য আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে আল-শেখ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণসহ সকল সেবা নিশ্চিত করার আহ্বান জানান, যাতে সবাই সহজে আরামদায়ক পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারে।

সৌদি আরবে এবার রোজা শুরু হয়েছে ১১ মার্চ। রমজান মাসের শেষে চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করবে মুসলিম বিশ্ব।

শেয়ারনিউজ, ০২ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে