ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

নিউইয়র্ক সিটি নির্বাচনে প্রার্থী বাংলাদেশি মনজুর চৌধুরী 

২০২৪ এপ্রিল ০১ ২২:০৭:৫৯
নিউইয়র্ক সিটি নির্বাচনে প্রার্থী বাংলাদেশি মনজুর চৌধুরী 

প্রবাস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিউইয়র্কের প্রাইমারির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবেআগামী ২ এপ্রিল ।

নির্বাচনে বাংলাদেশি হিসেবে মনজুর চৌধুরী কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ১৩ থেকে প্রার্থী হচ্ছেন। যা নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে খুবই বিরল।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক ভোটার উভয়েরই ব্যালটে একাধিক পছন্দ রয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়াও নিউইয়র্ক ডেমোক্রেটিক ব্যালটে রয়েছেন মিনেসোটা কংগ্রেসম্যান ডিন ফিলিপস এবং স্ব-সহায়ক লেখক মারিয়ান উইলিয়ামসন।

এই বছর নিউইয়র্ক সিটি থেকে কেবল একজন বাংলাদেশির নাম পাওয়া গেছে ডেলিগেট হিসাবে প্রার্থীতা দিয়েছেন।

মনজুর চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশনে তিনি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ১৩ থেকে প্রার্থী হয়েছেন।

নিউইয়র্ক সিটিতে মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হবে সকাল ৬ টায়, একটানা চলবে রাত ৯টা পর্যন্ত।

নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অন্যতম রাজনীতিক মনজুর চৌধুরী।

তিনি এর আগে নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচনে কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট হিসেবে দুইবার নির্বাচিত হয়েছেন।

কুইন্সের মধ্যে অন্যতম প্রভাবশালী ডেমোক্রেটিক ক্লাব নিউভিশন ডেমোক্রেটিক ক্লাবে ইতিহাস সৃষ্টি করে বোর্ড অব ডিরেক্টর হিসেবে নির্বাচিত মনজুর প্রায় দুই যুব ধরে ডেমোক্রেট ক্লাবের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

কর্মজীবনে মনজুর ডোমিনিকান প্রোভিন্স অব সেন্ট জোসেফ এর প্রধান কার্য্যালয়ে কন্ট্রোলার হিসেবে কর্মরত রয়েছেন।

মনজুর চৌধুরী বলেন, বাংলাদেশি ভোটারদের মধ্যে ঐক্য প্রয়োজন। আমি বাংলাদেশিদের নিয়ে জনগণের জন্য বেশ কয়েক বছর ধরে অনেকটা বেশি কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশী প্রার্থীদের জনগণের জন্য কাজ করে এবং আস্থা অর্জন করে নির্বাচনে নামা উচিত। তাই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। আশাকরি কমিউনিটির সহযোগীতা পাবো।

মনজুর চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার কৃতি সন্তান।

শেয়ারনিউজ, ০১ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে