ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ডেনমার্কে শাবিপ্রবি’র শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০২৪ এপ্রিল ০১ ১০:৩০:৫৪
ডেনমার্কে শাবিপ্রবি’র শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক : ডেনমার্কে বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্বোগে ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশটির কোপেহেগেনে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন-শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাস্টিয়ান গ্র্যাজুয়েট ও তাদের পরিবারের সদস্যরা সহ প্রায় ৫০ জন অতিথি অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রথমবারের মতো ডেনমার্কে অবস্থানরত প্রবাসী সাস্টিয়ানদের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশীয় সুগন্ধি আখনি থেকে শুরু করে ঐতিহ্যবাহী মিষ্টান্নের মাধ্যমে আপ্যায়ন করা হয়। অংশগ্রহণকারীদের হাসি-আড্ডাতে তৈরী সামগ্রিক পরিবেশ যেন সকলকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ফিরিয়ে নেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাস্টিয়ান চেতনার প্রতিফলন ঘটে। এমন আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে উদ্দীপনা দেখা যায়।

এ বিষয়ে একজন প্রাক্তন সাস্টিয়ান বলেন, “এটি কেবল একটি ইফতার বা পুনর্মিলন নয়, এটি আমাদের শিকড় এবং বন্ধনের উদ্‌যাপন। অংশগ্রহণকারী সকলেই মনে করেন এই অনুষ্ঠান ভবিষ্যতের অনুপ্রেরণার দিবে, এবং পুনর্মিলনসহ আরও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে।”

উল্লেখ্য, অংশগ্রহণকারীদের অনেকে শাবিপ্রবি থেকে স্নাতক শেষ করে বর্তমানে ডেনমার্কের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের কেউবা বিভিন্ন ডেনিশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছেন।

অপেক্ষাকৃত উন্নত শিক্ষাব্যবস্থা, সামগ্রিক সামাজিক নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য ডেনমার্ককে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়ার ক্রমবর্ধমান প্রবণতা প্রতিফলিত হচ্ছে বলে মনে করেন তারা।

শেয়ারনিউজ, ০১ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে