ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

কানাডার কুইন্স পার্কে বাংলাদেশের পতাকা উত্তোলন

২০২৪ মার্চ ২৯ ২৩:১৮:৪৫
কানাডার কুইন্স পার্কে বাংলাদেশের পতাকা উত্তোলন

প্রবাস ডেস্ক : মহান স্বাধীনতা দিবসের প্রতি সম্মান রেখে প্রতি বছরের মতো এই বছরও কানাডার কুইন্স পার্কে বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেসের উদ্যোগে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে।

পতাকা উত্তোলনের বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রাদেশিক আইনসভা সংসদের স্পিকার টেড আর্নট, এনডিপি পার্টির এমপিপি ডলি বেগম, বিসিসিএস’র সভাপতি সেবু চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন— কনজারভেটিভ পার্টির এমপিপি লোগান কানাপাথি, লিবারেল পার্টির এমপিপি মেরী মার্গারেট, কমিউনিটি ব্যক্তিত্ব ম্যাক আজাদসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন নতুন প্রজন্মের রুবিনা ফারিন।

পুরো কুইন্স পার্ক সর্বস্তরের নারী-পুরুষে মুখরিত ছিল। পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীতে সবাই আন্দোলিত হয়। প্রবাসী বাঙালিদের এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন বিদেশিরাও।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের লাল-সবুজ পতাকা বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশী জাতীয়তার প্রতিনিধিত্ব করে। যাদের রক্তে আমরা এই লাল সবুজ পতাকা পেয়েছি তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

আয়োজকরা জানান, আমাদের মহান স্বাধীনতার ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই আমরা এ আয়োজন করছি।

শেয়ারনিউজ, ২৯ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে