ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডায় অন্টারিও আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালন

২০২৪ মার্চ ২৮ ১৯:১২:২৪
কানাডায় অন্টারিও আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : কানাডায় স্বাধীনতা দিবস পালন করেছে প্রবাসীরা। এসময় বীর শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠান করেছে কানাডার প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত, মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা ঐক্যবদ্ধ। আমরা যেকোনো জাতীয় ইস‍্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।

এসময় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন মনা তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের নিজের কিছু ঘটনা নতুন প্রজন্মের ও প্রবাসী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন। বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন এবং জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট বাংলাদেশের নির্বাহী সদস্য আহমেদ হোসেনকে অন্টারিও আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

অন্টারিও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল করিমের সভাপতিত্বে এবং অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন মনা, বিশেষ অতিথি ছিলেন নাট‍্যব‍্যক্তিত্ব আহমেদ হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ড. হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা মো. হাসান।

আলোচনায় অংশগ্রহণ করেন- উপদেষ্টা অনোয়ারুল কামাল, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, মুশফাকুর আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসমত আরা জুই, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, নির্বাহী সদস‍্য রফিকুল আলম, রিয়াজুল হক, রতন দে, নিতাই দেবনাথ, জাহান মো. আরসাদ, উপদপ্তর সম্পাদক শাকিল আহমেদ, আতোয়ার রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ ইসলাম টিপু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমেদ মুক্তা, দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ঝোটন তরফদার, আব্দুল মান্নান, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তাওহীদ খান আশিক, তৌহিদুর রহমান দুর্জয়, নাসের মাহমুদ রিদয়, রিশাদ, ইশতিয়াক, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তাসমীন শাওন, মনিরুল ইসলাম তারেক, সিদ্ধার্থ সাহা।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ ইয়াসমিন মজুমদার, জাহিদ চৌধুরী, মোহাম্মদ আলী তারিক, বাবুল পারভেজ, কালা চান দেব, খন্দকার এ হক, সামসুল ইসলাম, হাসান আহমেদ, মোহাম্মদ ইসলাম, ইমারত আহমেদ, খোকন শেখসহ আরও অনেকে।

অনুষ্টান শেষে ১৫ই আগষ্ট ঘাতকের হাতে নিহত হওয়া সকলের জন্য দেয়া ও মোনাজাত পরিচালনা করেন জুলফিকার হায়দার।

শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে