ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ওমানের নতুন নীতিতে প্রবাসীদের বিপদ!

২০২৪ মার্চ ২৮ ১৬:০৩:০০
ওমানের নতুন নীতিতে প্রবাসীদের বিপদ!

প্রবাস ডেস্ক : প্রবাসীদের বড় দুঃসংবাদ দিয়েছে ওমান। দেশটি বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে ওমানিদের নিয়োগ করা বাধ্যতামূলক করেছে।

জানা গেছে, আগামী এপ্রিলের প্রথম দিন থেকে অন্তত একজন ওমানি নাগরিককে এসব প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।

দেশটির মিনিস্টারিয়াল কাউন্সিল সূত্রে জানা গেছে, বিদেশি বিনিয়োগকারীদের রেজিস্ট্রেশন ফি কমানোর জন্যই এই আইন কার্যকর করা হচ্ছে।

ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রেজিস্ট্রেশনের পর কমার্শিয়াল কার্যকলাপ শুরুর ১ বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগকারীকে তার প্রতিষ্ঠানে অন্তত একজন ওমানিকে নিয়োগ করতে হবে।

সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই সিদ্ধান্ত তারই অংশ বলে মনে করা হচ্ছে।

যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার জন্যই করা হয়েছে।

শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে