ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

২০২৪ মার্চ ২৮ ১২:০৭:১৬
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) দুপুরে ওজন পার্কের নিজ বাসায় গুলিবিদ্ধ হন ২২ বছর বয়সী উইন রোজারিও। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বুধবার দুপুরে উইন রোজারিওর ফোন কল পেয়ে বাসায় যান তারা। বাসায় পৌঁছে তাকে কাঁচি হাতে দেখতে পায় পুলিশ। এসময় কাঁচি নিয়ে তেড়ে আসলে রোজারিওর ওপর গুলি চালায় তারা।

পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এদিকে, নিহতের বাবা ফ্রান্সিস রোজারিওর অভিযোগ, মানসিক ভারসাম্যহীন জেনেও তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

জানা যায়, ছয় মাস আগেও উইন রোজারিওকে মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ২০১৪ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উইনের পরিবার।

শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে