ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

মুনাফা বাড়লেও বিনিয়োগকারীদের ঠকিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল

২০২৩ নভেম্বর ২১ ২৩:২৯:৫৭
মুনাফা বাড়লেও বিনিয়োগকারীদের ঠকিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থববছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির মুনাফা বাড়লেও ডিভিডেন্ডের পরিমাণ কমিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে তমিজউদ্দিন টেক্সটাইলের আয় বেড়েছে। সমাপ্ত অর্থববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৪ পয়সা। যা আগের বছর ছিল ৬ টাকা ৬০ পয়সা। কিন্তু আগের বছর কোম্পানির কম মুনাফা করেও বিনিয়োগকারীদের ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

তমিজউদ্দিন টেক্সটাইল জানিয়েছে, ২০২৩ সালে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডাররা ডিভিডেন্ড পাবে। ঘোষিত ডিভিডেন্ড কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য প্রযোজ্য হবে না। ফলে সাধারণ শেয়ারহোল্ডারদের সর্বমোট দুই কোটি ৩৩ লাখ ৮ হাজার ৩৪২ টাকার ডিভিডেন্ড পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।

বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছেন, সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ডও কমিয়েছে কোম্পানিটি। আবার সেই ডিভিডেন্ড কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য সীমাবদ্ধ করে দিয়েছে। তাহলে যে পরিমাণ মুনাফা দেখানো হয়েছে, তাতে কী কোনো গলদ রয়েছে?

এদিকে ডিভিডেন্ড ঘোষণার পর আজও কোম্পানিটির শেয়ারের লেনদেনে ও দামে কোন হেরফের দেখা যায়নি। আজও কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ১৭৮ টাকা ৩০ পয়সায় যৎসামান্য শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে মাত্র ৩০৩টি। কোম্পানিটির এমন অচলবস্থার কারণে এর বিনিয়োগকারীদের মুখে আজও হাসি দেখা যায়নি।

শেয়ারনিউজ, ২১ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে