ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

অভিনয়ের কিছুই জানতেন না কারিশমা

২০২৩ নভেম্বর ১২ ১২:৪১:৫১
অভিনয়ের কিছুই জানতেন না কারিশমা

বিনোদন ডেস্ক : পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত নয়, তিনি নিজেও অভিনয়ের কিছুই জানতেন না। আজ ‘স্কুপ’ ওয়েব সিরিজ দিয়ে খ্যাতির শীর্ষে তিনি। আজ তার অভিনয় প্রশংসিত হয়। তিনি কারিশমা তান্না, গুজরাটি পরিবারের মেয়ে।

একতা কাপুরের ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল। প্রথম ধারাবাহিকের সময় খুবই সাদামাটা অডিশন দিয়েছিলেন তিনি। পরিবারের কেউ যেহেতু মিডিয়াতে ছিল না, তাই কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় জানতেন না ভারতীয় এই অভিনেত্রী। অনেক কষ্টে ঠিকঠাক অডিশন দিয়েছিলেন। বাকিটা ইতিহাস।

সম্প্রতি ফিল্ম ফেয়ার সাময়িকীকে এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর দিনের কথাগুলো জানান। তখন সাদামাটা হলেও এখন বড় বড় প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে কারিশমা বলেছেন, ‘এক সাধারণ গুজরাটি পরিবারের কন্যা আমি। তাই আমার জন্য সত্যি অনেক বড় স্বপ্নপূরণ। বড় প্রকল্পে আমি দারুণ চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি, এটা স্বপ্ন ছাড়া আর কি?’

অভিনেত্রী মনে করেন, হংসল মেহেতার ‘স্কুপ’ তাঁকে সর্বোচ্চ খ্যাতি দিয়েছে। আর স্বামী বরুণ বাংগেরাকে তিনি এর বেশি কৃতিত্ব দিতে চান।

অভিনেত্রীর বলেন, ‘আমার সবচেয়ে বড় প্রেরণা বরুণ। যখন জীবনে বরুণ এসেছে, আমার জীবনের সেরাটা মেলে ধরতে পেরেছি। আমি তাকে “লাকি চার্ম” বলি। সে-ও আমাকে তা-ই বলে ডাকে। আমি তাকে যখন বলি, সিরিজটা পেয়েছি, সে তখনই আমার অটোগ্রাফ নিয়ে রেখেছিল। কেউ যখন তাকে বলে “স্কুপ”-এ আমি ভালো অভিনয় করেছি, তখন সে খুব গর্বিত হয়।’

কারিশমা সব সময় নিজেকে সু-অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চেয়েছেন। ‘স্কুপ ’তাঁকে সেই সুযোগ দিয়েছে। এই অভিনেত্রী বলেছেন, ‘আরও ভালো কাজের খোঁজে আছি। যখন “স্কুপ”-এর দিকে ফিরে দেখি, মনে হয় আমি ভালো কাজ করেছি। পর্দায় যখন কেঁদেছি, দর্শকও তখন কেঁদেছেন। তাঁরা আমার এই চরিত্রের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারছিলেন।’

শেয়ারনিউজ, ১২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে