ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফের স্থগিত সেলিব্রেটি ক্রিকেট লিগ

২০২৩ অক্টোবর ১৮ ১০:৪২:২৯
ফের স্থগিত সেলিব্রেটি ক্রিকেট লিগ

বিনোদন ডেস্ক : আবারও দ্বন্দ্বের কারণে স্থগিত হলো সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। এবারের দ্বন্দ্ব রাব্বী ও অন্তু নামে দুই অভিনেতাকে নিয়ে। অভিযোগ, এর আগে করপোরেট লিগ খেলেছেন ওই দুজন। তাই নিয়মানুসারে সেলিব্রেটি লিগ খেলতে পারবেন না। এর জের ধরেই স্থগিত হয়েছে সিসিএল।

এবার কোনো মারামারি বা হাতাহাতির ঘটনা না ঘটলেও ফাইনাল খেলা স্থগিত রেখেছেন আয়োজকরা। এর আগে গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয় সেলেব্রিটি ক্রিকেট লিগ।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) সব সমস্যা কাটিয়ে সেলিব্রিটি ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগের দিন সোমবার (১৬ অক্টোবর) আয়োজক কমিটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়।

সিসিএলে অংশগ্রহণ করা চিত্রনায়ক সাইমন সাদিক গণমাধ্যমকে বলেন, ‘এটা এখন অব্যবস্থাপনার মধ্যে পড়ে গেছে। ম্যানেজমেন্ট চেয়েছে খেলাটা হোক। কিন্তু এক ক্যাপ্টেন বললেন অন্তু থাকলে আমি খেলব না। বলা হলো, রাব্বী থাকলেও খেলবে না। সেই জায়গা থেকে দ্বিমত সৃষ্টি হয়েছে’।

উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। এতে মোট ৮টি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

শেয়ারনিউজ, ১৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে