ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

খেলা দেখতে গিয়ে সোনার আইফোন হারালেন উর্বশী!

২০২৩ অক্টোবর ১৭ ০৯:৫৮:৪০
খেলা দেখতে গিয়ে সোনার আইফোন হারালেন উর্বশী!

বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে নিজের সোনার আইফোন হারিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, গত ১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। ম্যাচের টিকিট এবং স্টেডিয়ামের ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে সবই শেয়ার করেছেন তিনি। এরপরই ঘটে ফোন হারানোর ঘটনা।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফোন হারানোর দাবি করে অভিনেত্রী জানান, হারিয়ে যাওয়া ফোনটি ২৪ ক্যারেট সোনার ছিল। সেটি খুঁজে বের করতে তিনি আবেদন করেছেন সবার কাছে।

পোস্টে উর্বশী লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল সোনার ফোন হারিয়েছি! যদি কেউ এটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শিগগিরই আমার সঙ্গে যোগাযোগ করুন!’

উর্বশীর ফোন হারানোর বিষয়ে তার প্রতি সমবেদনা জানাচ্ছেন অনেকে। কেউ কেউ করছেন বিদ্রুপ। কেউ আবার ফোন হারানোর বিষয়টি নাটক বলে উল্লেখ করেছেন।

তবে উর্বশীর পোস্টে কমেন্ট করেছে আহমেদাবাদের পুলিশও। তারা মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারিত জানাতে বলেছেন অভিনেত্রীকে।

শেয়ারনিউজ, ১৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে