ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

একযোগে চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অপসারণ

২০২৫ জানুয়ারি ০২ ২১:৩৫:১৪
একযোগে চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অপসারণ

নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করেছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বৃহস্পতিবার জানাজানি হয়।

ওএসডি করা বোর্ড চেয়ারম্যানরা হলেন: যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. নিজামুল করিম, ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের এবং রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. অলিউর রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রত্যাহার করা কর্মকর্তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষা ক্যাডারের এই চারজন কর্মকর্তাকে ৭ জানুয়ারির মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায়, একই তারিখের বিকেলে তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।’

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে