ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

তিন ক্রিকেটারের ওপর চোখ পিসিবি’র

২০২৫ জানুয়ারি ০২ ২০:২৭:১৮
তিন ক্রিকেটারের ওপর চোখ পিসিবি’র

ক্রীড়া প্রতিবেদক: বছর ঘুরে গেলেও পাকিস্তানের ওয়ানডে দলে সুযোগ মেলেনি অলরাউন্ডার শাদাব খানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাদাব খান জানিয়েছেন, তিনি ঘরে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে আগ্রহী। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ফর্ম ও প্রচেষ্টায় সন্তুষ্ট এবং তারা শাদাবের পাশাপাশি ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামানকেও দলে অন্তর্ভুক্ত করতে চায়।

পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের স্কোয়াডে জায়গা পেতে পারেন তারা। পিসিবি আসন্ন আসরে একটি শক্তিশালী দল গঠনের পরিকল্পনা করছে। তাদের ১৫ সদস্যের স্কোয়াডে চারজন ব্যাটার ও চার পেসার রাখতে চায়, সঙ্গে থাকবে তিন স্পিনার। উইকেটরক্ষক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের স্থান প্রায় নিশ্চিত, যদি তিনি চোটমুক্ত থাকেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে না থাকা ফখর জামানকে নির্বাচনের ক্ষেত্রে কিছু বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে। এ ছাড়া, ২০২৩ সালের পর জাতীয় দলের বাইরে থাকা ইমাম-উল-হকের ব্যাপারেও সংশয় রয়েছে। ইমাম, যিনি ৭২ ম্যাচে ৩,১৩৮ রান করেছেন, চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে ৫৩ গড়ে চার ম্যাচে ২১২ রান করে ফিরে এসেছেন আলোচনায়।

শাদাবও ওই টুর্নামেন্টে ১২০ রান সংগ্রহের পাশাপাশি ৫টি উইকেট নিয়েছিলেন এবং পিসিবি তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। স্পিন আক্রমণের ক্ষেত্রে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের সঙ্গে শাদাবকে বিবেচনা করা হচ্ছে।

এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। পাকিস্তানের তিনটি ভেন্যুতে এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে কিছু ম্যাচ। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল। ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে, এবং ৯ মার্চ ফাইনাল হবে লাহোরে। তবে যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে ম্যাচটি লাহোরের বদলে দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

মিজান/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে