ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

গাজায় ৭৫ বছরের মধ্যে বড় হামলা ইসরায়েলের

২০২৩ অক্টোবর ১০ ১৮:৪১:৩২
গাজায় ৭৫ বছরের মধ্যে বড় হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সীমান্তের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলে মঙ্গলবার (১০ অক্টোবর) জানিয়েছে ইসরায়েল। গাজার প্রতিটি বাড়িতে হামলার পরিবর্তে একজন বন্দীকে হত্যার হুমকি সত্ত্বেও ৭৫ বছরের মধ্যে ছিটমহলটিতে ইসরায়েল তার সবচেয়ে বড় আক্রমণ চালিয়ে যাচ্ছে।

হামাস আক্রমণ শুরু করার পর থেকে ইসরাইল বড় ধরনের প্রতিশোধের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে ইতিহাসের জঘন্যতম আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। রাস্তার পাশে অনেক লাশ পড়ে আছে। ইসরায়েলি সেনাবাহিনী ২৩ লাখ মানুষের ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকা সম্পূর্ণভাবে অবরোধ করেছে।

বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামাসের হামলায় নিহতের সংখ্যা ৯০০ ছুঁয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। এই বেসামরিক লোকদের বাড়ি, গাড়ি, রাস্তায় এবং নাচ-গানে হত্যা করা হয়, যা ৯/১১ এর সমতুল্য। এছাড়া গাজায় অনেক ইসরায়েলিকে জিম্মি করা হয়েছে।

ইসরায়েলি হামলায় প্রায় ৭০০ গাজাবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার কর্মকর্তারা। তারা বলেন, ধ্বংসযজ্ঞ চালিয়ে সমগ্র গাজাকে সমতল করে দেওয়া হচ্ছে।

১ লাখ ৮০ হাজার গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে জানিয়েছে জাতিসংঘ। আরও জানায়, অনেকে রাস্তায় বা স্কুলে আটকা পড়েছে। যেখানে বোমাবাজি হয়। এটি রাস্তা অবরোধ করছে, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে হামলায় ব্যাপক হতাহত হয়েছে। গাজার খান ইউনিস হাসপাতালের মর্গ থেকে মৃতদেহগুলো স্বজনদের নিয়ে যেতে বলা হয়েছে। কারণ মর্গে লাশ রাখার জায়গা সংকুলান হচ্ছে না।

ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারি বলেছেন, হামাস নেতাদের গাজায় লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। আমরা তাঁদের দ্রুতই ধরে ফেলব।’ শনিবার হামাসের আক্রমণ এতটাই চাতুর্যপূর্ণ ছিল যে বহু বিলিয়ন ডলারে নির্মিত উচ্চ প্রযুক্তির সীমানা প্রাচীর নিমেষেই অতিক্রম করেছিল হামাস সেনারা। সেই সীমানা প্রাচীর পুনর্দখলে নিতে দুই দিনেরও বেশি সময় লেগেছে ইসরায়েলের।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ইসরায়েলের সামরিক মুখপাত্র হাগারি বলেন, আগের দিন (সোমবার) থেকে গাজা থেকে নতুন কোনো হামাস সেনা অনুপ্রবেশ করেনি।

এ দিন সকালে ইসরায়েলের সামরিক মুখপাত্র হাগারি বলেছেন, আগের দিন (সোমবার) থেকে নতুন কোনো হামাস বাহিনী গাজায় প্রবেশ করেনি।

ইসরায়েলি নেতাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে জিম্মিদের রক্ষা করার জন্য প্রতিশোধমূলক পদক্ষেপ ক্ষান্ত দেবে কি না। হামাসের মুখপাত্র আবু উবাইদা গতকাল সোমবার সতর্কতা ছাড়া বেসামরিক বাড়িতে হামলা চালালে একজন ইসরায়েলি বন্দীকে হত্যা ও সেই ভিডিও প্রচারে বাধ্য হবে বলে জানান।

শনিবারের (০৭ অক্টোবর) হামলা ও ইসরায়েলের পাল্টা হামলা পর মধ্যপ্রাচ্যে কূটনীতি নতুন মোড় নেবে। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টাও আর এগোবে না বলে প্রতীয়মান হচ্ছে।

পশ্চিমা দেশগুলো জোরালোভাবে ইসরায়েলকে সমর্থন করেছে। তবে আরব শহরগুলোতে ফিলিস্তিনিদের সমর্থনে রাস্তায় বিক্ষোভ দেখা গেছে। হামাসের পৃষ্ঠপোষক ইরান এ হামলা উদ্‌যাপন করেছে কিন্তু তাঁদের সরাসরি ভূমিকা অস্বীকার করেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন, ইরান হামলার পরিকল্পনাকারীদের হাতে চুম্বন করেছিল, কিন্তু যারা বিশ্বাস করেছিল যে ইরান তাদের পেছনে রয়েছে, তারা ভুল করেছে। তিনি বলেন, এই হামলা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা বিভাগের পরাজয়।

শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে