ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বৃষ্টির পানিতে জাল ফেলে মিলছে রুই-কাতলা-তেলাপিয়া

২০২৩ অক্টোবর ০৭ ১০:৩১:৩৪
বৃষ্টির পানিতে জাল ফেলে মিলছে রুই-কাতলা-তেলাপিয়া

নিজস্ব প্রতিবেদক : অতি ভারী বর্ষণের ফলে রাজশাহীতে খাল ও পুকুর প্লাবিত হয়েছে। এসব খাল ও পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে বৃষ্টির পানিতে। সে মাছ ধরতে নগরীর রাস্তার পাশের খালগুলোতে জাল ফেলছেন অনেকেই। জালগুলোতে ধরা পড়ছে রুই, কাতলা, টেংরা, গুচি, কই মাছ, তেলাপিয়া, জিওল ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরে বুধপাড়া এলাকায় খেয়া জাল দিয়ে কয়েকজনকে মাছ ধরতে দেখা গেছে। তারা জানান, বৃষ্টিতে ভিজে সকাল থেকে তারা মাছ ধরছেন।

স্থানীয়দের মধ্যে একজন গণমাধ্যমকে বলেন, আমাদের এই খাল দিয়ে তালাইমারী, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, ধরমপুর এলাকার পানি নামে। অন্যদিকে নতুন বুধপাড়া, পশ্চিম বুধপাড়া, মেহেরচন্ডি, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাবির স্টেশন এলাকার পানি নামে। ফলে ওই এলাকার ছোট-বড় পুকুর ও ডোবাগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে মাছগুলো খালে ঢুকে গেছে। সকাল থেকে অনেকেই এসে মাছ ধরছে।

মাছ ধরতে আসা আরেক ব্যক্তি বলেন, সকালের দিকে ভালো মাছ পাচ্ছিলাম। এখানে ৩ জন আলাদা আলাদা জালে মাছ ধরেছি। সবাই আড়াই থেকে তিন কেজি করে মাছ পেয়েছে। কেউ কেউ আবার বিক্রিও করেছে। অনেকদিন পরে এমনভাবে মাছ ধরলাম। পানি থাকলে এমনভাবে বেশ কয়েকদিন মাছ পাওয়া যাবে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, গত বুধবার (০৪ অক্টোবর) রাত ১০টার পর থেকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৬১ মিলিমিটার। এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টি এখনো হচ্ছে। খাল ও পুকুরে প্লাবিত হয়ে গেছে। মাঠে আমাদের লোকজন কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ারনিউজ, ০৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে