ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

তৃতীয় টার্মিনাল থেকে ছাড়ল ২ ফ্লাইট

২০২৩ অক্টোবর ০৫ ২০:৪৯:২০
তৃতীয় টার্মিনাল থেকে ছাড়ল ২ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে তৃতীয় টার্মিনাল থেকে দুইটি ফ্লাইট পরিচালনা করেছে। গত সোমবার ও বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট তৃতীয় টার্মিনালের পার্কিং বে থেকে যাত্রী তুলে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার (০২ অক্টোবর) বিমানের ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭১ প্রথমবারের মতো তৃতীয় টার্মিনালের হাই-স্পিড ট্যাক্সিওয়ে দিয়ে পার্কিং বে এলাকায় প্রবেশ করে। পরে পার্কিং বেতে অবস্থানের পর তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ দিয়ে ফ্লাইটে ওঠেন যাত্রীরা।

ফ্লাইটটি বিমানের বোয়িং-৭৩৭ মডেলের উড়োজাহাজ ময়ূরপঙ্খী দিয়ে পরিচালিত হয়। একইভাবে, বৃহস্পতিবার এই টার্মিনাল ব্যবহার করে বিমানের ঢাকা–কাঠমান্ডু রুটের আরেকটি ফ্লাইট।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষামূলকভাবে তৃতীয় টার্মিনালের পার্কিং বে এবং বোর্ডিং ব্রিজ ব্যবহার করে দুইটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে ইমিগ্রেশনসহ যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে সব ধরনের কার্যক্রম টার্মিনাল-২ থেকেই সম্পন্ন করা হয়।’

তিনি জানান, উদ্বোধনের দিনেও এই টার্মিনাল দিয়ে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী শনিবার (০৭ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে