ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

‘কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না’

২০২৩ অক্টোবর ০৪ ১৭:২২:২১
‘কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা দুঃখ প্রকাশ করে বলেন, আমরা এমন কী করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না। অনেকেই বলছে আমরা নাকি লোক দেখানো কাজ করছি।

বুধবার (০৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা‘ শীর্ষক কর্মশালায় তিনি এমন আপেক্ষ প্রকাশ করেন।

রাশেদা সুলতানা বলেন, আমাদের কাজ হচ্ছে, জাল ভোটার থাকবে না, অবাধ ও উৎসবমুখর ভোট করা। জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। সবাইকে নিয়ে কাজ করছি। তার পরও আমাদের ওপর অনেকে আস্থা রাখতে পারছে না।

সংলাপ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, সবাইকে এক করা আমাদের কাজ না। তার পরও সবাইকে নিয়ে বসেছি। জনগণের জন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে কাজ করছি। সংলাপ করেছি। সিইসি চিঠি দিয়েছে তারপরও আসেনি। যারা বলছে সুষ্ঠু ভোট করতে আমাদের সদিচ্ছা নেই এটা অমূলক।

তিনি বলেন, দেশে নির্বাচন হতে হবে। এটা সংবিধানের মূল কাজ। সেই অনুযায়ী আমরা কাজ করছি। আমরা নাকি লোক দেখানো কাজ করছি, এরও ভিত্তি নেই।

শেয়ারনিউজ, ০৪ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে