ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

গণসংবর্ধনা নিতে রাজি হননি প্রধানমন্ত্রী

২০২৩ অক্টোবর ০২ ১৪:৩৩:৫৩
গণসংবর্ধনা নিতে রাজি হননি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে চেয়েছিলেন দলটির নেতাকর্মীরা। কিন্তু এতে রাজি হননি তিনি।

রোববার (০১ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকার বিভিন্ন অঞ্চলের নেতাদের সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্যদের যৌথসভা শেষে এ কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি জনদুর্ভোগের কথা চিন্তা করে তাতে রাজি হননি।

কাদের বলেন, ‘মহামারির কারণে প্রধানমন্ত্রীর অনেকগুলো বিদেশ সফরের পরেও তাকে তার প্রাপ্য সংবর্ধনা দিতে পারিনি। তিনি অনেক আন্তর্জাতিক পদ পেয়েছেন, অনেক জায়গায় বিশেষভাবে সংবর্ধিত হয়েছেন। প্রধানমন্ত্রী যে সম্মান বয়ে এনেছেন, সে জন্য সংবর্ধনা তাকে দেওয়া উচিত।’

বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে সংবর্ধনা নেওয়ার ইচ্ছে তার নেই। কাজেই এ প্রোগ্রামটা বাদ দিতে হবে। তার সম্মতি নেই, তাই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া সম্ভব হচ্ছে না।’

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে গেছেন। বুধবার (৪ অক্টোবর) দুপুরে তিনি ঢাকায় ফিরবেন।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে