ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : কাদের

২০২৩ অক্টোবর ০১ ১৭:১৪:৫৬
সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেনে, সংবিধান অনুযায়ী সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

রোববার (০১ অক্টোবর) সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জাপানের রাষ্ট্রদূতকে অবহিত করেছি জাতীয় নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানের সহায়তায় চলমান প্রকল্পের অগ্রগতিসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।

শেয়ারনিউজ, ০১ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে