ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট’

২০২৩ অক্টোবর ০১ ১২:০৮:৩৭
‘সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট’

নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিউইয়র্ক ইউনিভার্সিটিতে হাই-টেক অ্যান্ড টেকনোলজি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ‘সংবাদ’ ভাইরাল হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেছেন, খবরটি ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এ অনুরোধ জানান তিনি।

আরাফাত লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন—এ ধরনের একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।’

শেয়ারনিউজ, ০১ অক্টোকর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে