ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

শাটডাউনের মুখ থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

২০২৩ অক্টোবর ০১ ০৯:৫৫:৩২
শাটডাউনের মুখ থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এবং বিরোধী আইন প্রণেতারা মার্কিন কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য পরবর্তী ৪৫ দিনের জন্য একটি অস্থায়ী বাজেট বা স্টপগ্যাপ বিল অনুমোদন করেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিলটি পাস না হলে যুক্তরাষ্ট্র শাটডাউনের মুখে পড়ার আশঙ্কা ছিল। এটি আংশিকভাবে মার্কিন ফেডারেল সংস্থাগুলিকে বন্ধ করে দিত৷ ৪০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীদের বেতন এবং ভাতা প্রদান বন্ধ হওয়ার সম্ভাবনা ছিল। একই সময়ে, বৈজ্ঞানিক গবেষণার জন্য অর্থায়ন আর্থিক খাতের তত্ত্বাবধান থেকে বন্ধ হয়ে যেত।

একাধিক মিডিয়া আউটলেট জানিয়েছে যে এটি দেশের বিমান ভ্রমণ থেকে শুরু করে জাতীয় উদ্যান এবং বিয়ের লাইসেন্স পর্যন্ত সমস্ত কিছুতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হয় ০১ অক্টোবর। কিন্তু স্থানীয় সময় গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত দেশটির আইনপ্রণেতারা নতুন অর্থবছরের বাজেট নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছিলেন না। তাই দেশটির সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।

পরে গত শনিবার কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার কেভিন ম্যাককার্থি আগামী ৪৫ দিনের সরকারি ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে একটি স্টপগ্যাপ বিল উত্থাপন করে।

বিলটি পাসের পর সন্তোষ প্রকাশ করে সিনেটের ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার বলেন, ‘পুরো দিনটিই ছিল জটিল ও ক্ষণে ক্ষণে রং বদলেছে, তবে তারপরও মার্কিন জনগণের স্বস্তির নিশ্বাস ফেলার একটি সুযোগ তৈরি হয়েছে। আপাতত সরকারি কার্যক্রম বন্ধ হচ্ছে না। আমাদের দ্বিপক্ষীয় মতৈক্য এটিকে সম্ভব করেছে এবং দেখিয়ে দিয়েছে-প্রয়োজনের সময় কীভাবে এক হয়ে কাজ করতে হয়।’

ম্যাককার্থির উপস্থাপিত বিল কংগ্রেসের উভয় কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ও সিনেটে পাস হয়ে চূড়ান্ত স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয়ে পৌঁছে গেছে। বাইডেন বিলটিতে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হবে। নতুন অর্থবছর শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই আইনি কার্যক্রম শেষ হয়।

শেয়ারনিউজ, ০১ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে