ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রেমিকার শোক ভুলতে দুধ দিয়ে প্রেমিকের গোসল

২০২৩ সেপ্টেম্বর ২৯ ১৫:১৫:৩৫
প্রেমিকার শোক ভুলতে দুধ দিয়ে প্রেমিকের গোসল

নিজস্ব প্রতিবেদক : প্রেমিকা ছেড়ে যাওয়ার শোক ভুলতে দুধ দিয়ে গোসল করেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা গ্রামের সুরমান মোল্লা (২২) নামের এক যুবক।

বৃহস্পতিবার তিন শতাধিক মানুষকে সাক্ষী রেখে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন প্রেমিক সুরমান মোল্লা। তিনি ওই গ্রামের মিজান মোল্লার ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।

ঘটনার বিবরণে প্রকাশ, এক তরুণীর সঙ্গে সুরমানের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বেকার থাকার অজুহাতে ওই তরুণী সম্পর্ক ছিন্ন করে।

এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সুরমান। পরে তার বন্ধুদের পরামর্শে শোক কাটাতে তিন শতাধিক মানুষকে সাক্ষী রেখে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন।

সুরমান শুধু গোসল করেই থেমে থাকেননি। গোসল শেষে গ্রামবাসীর মধ্যে মিষ্টিও বিতরণ করেন তিনি। এই সময় বন্ধুরা গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দিত করেন।

এই বিষয়ে সুরমান মোল্লা বলেন, ‘আমার সব কিছু জানতো সে। আমাকে বলতো, তোমার কিছু থাকা লাগবে না। কিন্তু কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারছিলাম না। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। বন্ধুদের জন্য নতুন জীবন ফিরে পেলাম।’

শেয়ারনিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে