ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সন্তান স্কুল ফাঁকি দিলে জেল হতে পারে অভিভাবকদের

২০২৩ আগস্ট ২৭ ১০:১১:০৪
সন্তান স্কুল ফাঁকি দিলে জেল হতে পারে অভিভাবকদের

আন্তর্জাতিক ডেস্ক : সন্তান ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকলে অভিভাবকদের জেল হতে পারে। সৌদি আরব সম্প্রতি এমন একটি নিয়ম চালু করেছে। স্থানীয় মক্কা পত্রিকার প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো উপযুক্ত কারণ ছাড়াই যদি তাদের সন্তান স্কুল মিস করে তাহলে অভিভাবকরা তদন্তের মুখোমুখি হবেন। তদন্তের পর প্রসিকিউটররা মামলাটি স্থানীয় আইন আদালতে পাঠাবেন। সেখানে যদি শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে অভিভাবকের অবহেলা প্রমাণিত হয়, তাহলে তাদের উপযুক্ত মেয়াদে কারাদণ্ড দেওয়ার এখতিয়ার রয়েছে বিচারকের।

প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতির সৃষ্টি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানাবেন। তারপরে মন্ত্রণালয় তদন্ত শুরু করবে এবং ছাত্রটিকে একটি হোমে স্থানান্তরের করার নির্দেশ দেবে। ছাত্রটিকে হোমে স্থানান্তরের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হবে।

পদ্ধতি অনুসারে, একজন শিক্ষার্থী একটানা তিন দিন অনুপস্থিত থাকলে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হবে এবং তাকে প্রাথমিক পরামর্শ দেওয়া হবে। শিক্ষার্থী ৫ দিন ছুটি নেওয়ার পর দ্বিতীয়বারের মতো সতর্ক করা হবে এবং এক্ষেত্রে অভিভাবককে বিষয়টি অবহিত করা হবে। অনুপস্থিতির ১০ দিনের মাথায় তৃতীয়বারের মতো সর্তকতা জারি করা হবে এবং এ দফায় অভিভাবককে তলব করা হবে। এসময় একটি অঙ্গীকারপত্র সই করানো হবে যেন শিক্ষার্থী আর স্কুলে অনুপস্থিত না থাকে।

এরপরেও ১৫ দিন অনুপস্থিতি হয়ে গেলে শিক্ষা বিভাগের মাধ্যমে শিক্ষার্থীকে অন্য বিদ্যালয়ে স্থানান্তরিত করা হতে পারে। এরপর আসে সেই চূড়ান্ত সময়। ২০ দিন শিশুটি স্কুলে উপস্থিত না থাকলে সৌদি শিক্ষা মন্ত্রণালয় শিশু সুরক্ষা আইনের বিধানগুলো প্রয়োগের মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাইবে।

প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন শিক্ষাবর্ষে ‘আদর্শ অধ্যয়ন’ নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি শিক্ষা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে