ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনি প্রচারণায় যা যা করতে পারবেন না প্রার্থীরা

২০২৬ জানুয়ারি ২২ ১২:৫০:৫০
নির্বাচনি প্রচারণায় যা যা করতে পারবেন না প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। এই নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনি প্রচারণা।

নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের জন্য মোট ২০ দিনের প্রচারণার সময় নির্ধারণ করেছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

ইসি নির্বাচনি আচরণবিধিতে প্রার্থীদের জন্য বিস্তারিত নির্দেশনা দিয়েছে। আচরণবিধির মূল উদ্দেশ্য হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। প্রার্থীদের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো যাবে, তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বক্তব্য, বিদ্বেষমূলক প্রচার, মিথ্যা তথ্য বা প্রতিপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পলিথিন ও রেক্সিনের ব্যবহারও নির্বাচনী প্রচারসামগ্রীর ক্ষেত্রে বন্ধ করা হয়েছে। জনসভা ও সমাবেশের ক্ষেত্রে বাধা নেই, তবে অন্তত ২৪ ঘণ্টা আগে সভার দিন, তারিখ ও সময় লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো সভা বা পথসভা নিষিদ্ধ। সড়ক, মহাসড়ক ও জনপথে সভা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সভা-সমাবেশ আয়োজনও প্রার্থী পক্ষে নিষিদ্ধ। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৯ ফুটের বেশি হবে না। ব্যানার সর্বোচ্চ ১০ ফুট × ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর সাইজ এবং ফেস্টুন সর্বোচ্চ ১৮ ইঞ্চি × ২৪ ইঞ্চি হবে। সমস্ত প্রচারসামগ্রী সাদা-কালো হতে হবে, প্রার্থীর প্রতীক ও ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।

নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচনী প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা ৩ মিটারের বেশি হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে প্রার্থী বা দলকে প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট পেজ, অ্যাকাউন্ট আইডি ও ই-মেইলসহ শনাক্তকরণ তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ঘৃণাত্মক, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার, নারী ও সংখ্যালঘুর বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা, গুজব বা এআই অপব্যবহারও নিষিদ্ধ।

নির্বাচনী প্রচারে বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেলসহ যেকোনো যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, শোডাউন বা মশাল মিছিল নিষিদ্ধ। দলীয় প্রধান ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য কেউ হেলিকপ্টার বা আকাশযান ব্যবহার করতে পারবেন না। ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি বা প্রতীক ব্যবহার, তোরণ নির্মাণ ও আলোকসজ্জাও নিষিদ্ধ।

আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। দলগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা আর গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও নির্বাচন কমিশনের হাতে রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে