ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

লাল বাজারে সবুজ উচ্ছ্বাস এক ডজন কোম্পানির

২০২৬ জানুয়ারি ২১ ১৬:১০:৫৮
লাল বাজারে সবুজ উচ্ছ্বাস এক ডজন কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : টানা তিন কর্মদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকার পর আজ বুধবার (২১ জানুয়ারি) শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার Dhaka Stock Exchange (ডিএসই)-এর প্রধান সূচক প্রায় ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৬ পয়েন্টে। তবে সামগ্রিক বাজারে দর সংশোধন থাকলেও কিছু নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদায় ছিল এক ডজন কোম্পানি। প্রবল ক্রয়চাপের কারণে এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় দিনভর বিক্রেতা সংকটে শেয়ারগুলো হল্টেড হয়ে যায়।

বিক্রেতা সংকটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো—ফারইস্ট ফাইন্যান্স, ড্যাফোডিল কম্পিউটারস, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মাইডাস ফাইন্যান্স, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স এবং এপোলো ইস্পাত। আজ এসব কোম্পানি ক্রেতা থাকলেও বিক্রিতা না থাকায় হল্টেড হয়ে যায়।

দর বৃদ্ধির হিসাবে সর্বোচ্চ অবস্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স। এদিন কোম্পানিটির শেয়ারদর ৭ পয়সা বা ১০ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ড্যাফোডিল কম্পিউটারসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ১০ পয়সা বা ১০ দশমিক ০০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ১০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির শেয়ারদর ১৬ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ টাকা ৫০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর ৫ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ, পিপলস লিজিংয়ের ৭ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭০ পয়সা বা ৯ দশমিক ২১ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৮ দশমিক ১৬ শতাংশ, বিআইএফসির ১০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬ দশমিক ৬৭ শতাংশ এবং এপোলো ইস্পাতের ১০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে