ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

লাল বাজারেও সূচকে ভরসা জোগাল চার কোম্পানি

২০২৬ জানুয়ারি ২১ ১৫:৩২:৪৯
লাল বাজারেও সূচকে ভরসা জোগাল চার কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : টানা তিন কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর আজ বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার Dhaka Stock Exchange (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ১০৬ পয়েন্টে। তবে দর সংশোধনের মধ্যেও চারটি কোম্পানি সূচকে ইতিবাচক ভূমিকা রেখেছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, দর সংশোধনের বাজারেও সূচক ধরে রাখতে উল্লেখযোগ্য অবদান রেখেছে Square Pharmaceuticals, Pragati Life Insurance, Walton Hi-Tech Industries এবং National Bank Limited। এই চার কোম্পানি মিলিয়ে আজ ডিএসইর সূচকে প্রায় ৭ পয়েন্ট যোগ করেছে।

চার কোম্পানির মধ্যে সূচকে সর্বাধিক অবদান রেখেছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইতে কোম্পানিটি প্রায় ৪ পয়েন্ট সূচকে যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ০ দশমিক ৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৭ টাকা ২০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ২১৫ টাকা ৩০ পয়সা থেকে ২১৭ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে স্কয়ার ফার্মার মোট শেয়ার লেনদেন হয় ১০ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার টাকার।

সূচকে দ্বিতীয় সর্বোচ্চ ইতিবাচক প্রভাব ফেলেছে প্রগতী লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটি ডিএসইর সূচকে ৩ পয়েন্টের বেশি যোগ করেছে। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৭৯ টাকা ৫০ পয়সায়। দিনের মধ্যে শেয়ারটির দর ১৬৪ টাকা থেকে ১৭৯ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকার।

এদিকে সূচকে তৃতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ওয়ালটন হাইটেক। আজ কোম্পানিটি ডিএসইর সূচকে প্রায় ১ পয়েন্ট যোগ করেছে। এদিন শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ০ দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯৩ টাকা ৯০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৩৮০ টাকা থেকে ৩৮৪ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ওয়ালটন হাইটেকের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৫৪ লাখ ২৫ হাজার টাকা।

অন্যদিকে ন্যাশনাল ব্যাংক আজ ডিএসইর সূচকে ১ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১০ পয়সা বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। দিনের মধ্যে শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা থেকে ৩ টাকা ৩০ পয়সার মধ্যে লেনদেন হয়। দিনশেষে ন্যাশনাল ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১০ লাখ ৪৯ হাজার টাকার।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে