ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

গোপালগঞ্জে বদলে যাচ্ছে নির্বাচনের হিসাব

২০২৬ জানুয়ারি ২১ ০৯:০৪:৪৩
গোপালগঞ্জে বদলে যাচ্ছে নির্বাচনের হিসাব

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। ঋণখেলাপির অভিযোগে বাতিল হওয়া গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী কাবির মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে কারাগারে থাকা অবস্থাতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচন কমিশনের (ইসি) আগের সিদ্ধান্ত স্থগিত করে কাবির মিয়ার মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। আদালতের এ আদেশে নির্বাচনে অংশগ্রহণে তার সব আইনি বাধা দূর হয়।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা কাবির মিয়াকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করে প্রার্থিতা বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলেও শুনানি শেষে ইসি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে আপিল খারিজ করে দেয়।

পরবর্তীতে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে কাবির মিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানিকালে তার পক্ষে আইনজীবীরা জানান, সংশ্লিষ্ট ঋণসংক্রান্ত জটিলতা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে এবং আইন অনুযায়ী তিনি ঋণখেলাপি নন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার যুক্তি গ্রহণ করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

কাবির মিয়া মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি আগে আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য এবং গোপালগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বরইতলা–মুকসুদপুর–কাশিয়ানী আঞ্চলিক বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলার আসামি হিসেবে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছরের ১৭ এপ্রিল ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মোহাম্মদপুর ও আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

বিভিন্ন মামলার আসামি হওয়া সত্ত্বেও কেন তাকে মনোনয়ন দেওয়া হয়েছে—এ নিয়ে গণঅধিকার পরিষদকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

তবে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে এলাকায় কাবির মিয়ার একটি সুসংগঠিত ভোটব্যাংক রয়েছে বলে দাবি স্থানীয়দের। বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি এলাকায় একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত।

এর আগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাবির মিয়া গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের বিপক্ষে নির্বাচন করে প্রায় এক লাখ ভোট পেয়ে আলোচনায় আসেন তিনি।

স্থানীয় ভোটার ও রাজনৈতিক নেতাদের মতে, কাবির মিয়ার মনোনয়ন বৈধ হওয়ায় গোপালগঞ্জ-১ আসনের ভোটের সমীকরণ নতুন করে সাজানো হচ্ছে। তার অংশগ্রহণ নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। বর্তমানে এ আসনে বিএনপি, জামায়াত ও এবি পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা বৈধ হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে