ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

৪৩ কোটি টাকার শেয়ার কিনবেন কোম্পানির চেয়ারম্যান

২০২৬ জানুয়ারি ২০ ১৭:৩৫:২৪
৪৩ কোটি টাকার শেয়ার কিনবেন কোম্পানির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের ওষুধ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী কোম্পানিটির বড় অংকের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়েছে।

ডিএসইতে দাখিল করা আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, স্যামুয়েল এস চৌধুরী ব্যক্তিগতভাবে কোম্পানিটির ২০ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই শেয়ারগুলো বর্তমান বাজার মূল্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট এবং ব্লক মার্কেট—উভয় মাধ্যম থেকেই সংগ্রহ করা হবে। নিয়ম অনুযায়ী, আগামী ৩০ কর্মদিবসের মধ্যেই শেয়ার ক্রয়ের এই প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এদিন লেনদেন শেষে শেয়ারবাজারে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি ক্লোজিং দাম নির্ধারিত হয়েছে ২১৫ টাকা ২০ পয়সা। এই দামের ভিত্তিতে কোম্পানিটির ঘোষিত শেয়ারের মোট বাজারমূল্য হিসাব করলে তা ৪৩ কোটি টাকারও বেশি দাঁড়ায়। অর্থাৎ বর্তমান বাজারদর অনুযায়ী বিপুল অঙ্কের এই শেয়ারের মূল্য বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য আর্থিক গুরুত্ব বহন করছে।

সাধারণত কোনো কোম্পানির শীর্ষ নেতৃত্বে থাকা ব্যক্তি যখন বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দেন, তখন সেটিকে ওই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ প্রবৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতার প্রতি তাদের প্রবল আস্থার প্রতিফলন হিসেবে দেখা হয়। স্কয়ার ফার্মার ক্ষেত্রেও চেয়ারম্যানের এই ঘোষণা বিনিয়োগকারীদের মাঝে ইতিবাচক সংকেত দিচ্ছে। বর্তমান বাজারের প্রেক্ষাপটে এই বিপুল পরিমাণ শেয়ার ক্রয়ের সিদ্ধান্তটি শেয়ারের তারল্য এবং দরের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। আগামী কয়েক সপ্তাহ ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে এই লেনদেনের প্রতিফলন দেখা যাবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে