ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

আলোচিত বক্তা আমির হামজাকে নিয়ে নতুন জটিলতা

২০২৬ জানুয়ারি ১৯ ১৫:৪৩:৫৯
আলোচিত বক্তা আমির হামজাকে নিয়ে নতুন জটিলতা

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা দায়ের করা হয়েছে। খুলনা মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটির আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। মামলার পরবর্তী শুনানির তারিখ ২৪ মে নির্ধারণ করা হয়েছে।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এতে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের মানহানি ও সামাজিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মুফতি আমির হামজা নানা বক্তব্যের কারণে আলোচনায় রয়েছেন। এর আগে তিনি নিজেও হত্যার হুমকি পাওয়ার দাবি করেছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে