ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

এলপিজি বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত

২০২৬ জানুয়ারি ১৯ ১০:১৭:৪০
এলপিজি বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : দেশে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমতি দিয়েছে সরকার।

সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এর ফলে বাজারে এলপিজির সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিপিসিকে এলপিজি আমদানির নীতিগত অনুমতি দেওয়া হয়েছে এবং তা জিটুজি ভিত্তিতে সম্পন্ন করা হবে। তিনি বলেন, এতে বাজারে সরবরাহ বাড়বে এবং এলপিজির দামে স্থিতিশীলতা আসবে।

তিনি আরও জানান, আমদানি প্রক্রিয়া দ্রুত শুরুর জন্য বিপিসির চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্প্রতি দেশে এলপিজির সরবরাহ সংকট দেখা দেওয়ায় গত ১০ জানুয়ারি আমদানির অনুমতি চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠায় বিপিসি। ওই চিঠিতে বলা হয়, দেশের এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালে সরকারিভাবে হস্তক্ষেপের সুযোগ সীমিত থাকে। এতে সরবরাহ ঘাটতি ও কৃত্রিম সংকট মোকাবিলায় সরকারের কার্যকর ভূমিকা রাখা কঠিন হয়ে পড়ে। বিপিসির আবেদনের পরিপ্রেক্ষিতেই সংস্থাটিকে এলপিজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হলো।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে