ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

অনুমোদনের অপেক্ষায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

২০২৬ জানুয়ারি ১৮ ২০:৫২:৩৩
অনুমোদনের অপেক্ষায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির জন্য প্রণীত খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত করার পর আনুষ্ঠানিক অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রবিবার এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পেলেই পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই অধ্যাদেশটি অনুমোদিত হবে।

প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস ‘টাইমস অব বাংলাদেশ’কে জানান, তারা অধ্যাদেশটি নিয়ে ইতিবাচক ফলাফলের অপেক্ষায় আছেন। তার প্রত্যাশা অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটি চূড়ান্ত অনুমোদন পাবে। এরপর প্রয়োজনীয় আইনি ধাপগুলো সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশ জারি করা সম্ভব হবে।

এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগে শিক্ষা মন্ত্রণালয়কে বেশ দীর্ঘ ও স্বচ্ছ প্রক্রিয়া পার করতে হয়েছে। বিশ্ববিদ্যালয়টির রূপরেখা ও অধ্যাদেশ তৈরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেটে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষের পরামর্শ সংগ্রহ করা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ এবং বিশেষজ্ঞদের সঙ্গে একাধিকবার মতবিনিময় সভা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সব মহলের মতামতের ভিত্তিতেই অধ্যাদেশটিকে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ স্তরের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এই স্পর্শকাতর সময়ে সাধারণ মানুষের যাতায়াত বা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটে, এমন কোনো কর্মসূচি বা কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। জনদুর্ভোগ এড়াতে সবার দায়িত্বশীল আচরণ কাম্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় মনে করে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পেছনে দীর্ঘদিনের ধৈর্য ও সবার পারস্পরিক সহযোগিতার যে পরিবেশ তৈরি হয়েছে, তা বজায় রাখা জরুরি। এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি দেশের শিক্ষাব্যবস্থায় একটি নতুন মাইলফলক হিসেবে আবির্ভূত হবে এবং উচ্চশিক্ষার প্রসারে অভাবনীয় ভূমিকা রাখবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে