ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

৭ লাখ শেয়ার কেনা সম্পন্ন করলেন কোম্পানির এমডি

২০২৬ জানুয়ারি ১৮ ১৯:৫১:১২
৭ লাখ শেয়ার কেনা সম্পন্ন করলেন কোম্পানির এমডি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাসায়নিক খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল করিম কোম্পানিটির ৭ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। আজ রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই শেয়ার ক্রয়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক মো. সালাম ওবায়দুল করিম গত ১৮ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার প্রেক্ষিতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজার দরে ঘোষিত ৭ লাখ শেয়ার ক্রয়ের প্রক্রিয়াটি সফলভাবে শেষ করেছেন।

বাজার সংশ্লিষ্টদের মতে, কোনো কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বা উদ্যোক্তা যখন বাজার থেকে বড় অংকের শেয়ার কেনেন, তখন তা কোম্পানির আর্থিক ভিত্তি ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রতি তাদের দৃঢ় আস্থার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়। সালভো কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালকের এই বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও কোম্পানিটির প্রতি ইতিবাচক ধারণা তৈরি করতে সহায়ক হবে।

উল্লেখ্য, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটির ব্যবসায়িক সম্প্রসারণ এবং ডিভিডেন্ডের ধারাবাহিকতা বিনিয়োগকারীদের নজর কেড়েছে। এমডির এই নতুন করে শেয়ার কেনা কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামোতে তার ব্যক্তিগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করল।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে