ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

পরিচালককে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

২০২৬ জানুয়ারি ১৫ ১১:৫৫:৩৭
পরিচালককে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

নিজস্ব প্রতিবেদক : একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করার পর থেকেই আলোচনায় আসেন নাজমুল ইসলাম। এরপর সম্প্রতি ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে বেতন নির্ধারণ করা উচিত—এমন মন্তব্য করে তিনি নতুন করে বিতর্কের জন্ম দেন।

নাজমুল ইসলামের এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি তার পদত্যাগের দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণাও দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

এই প্রেক্ষাপটেই বিসিবি নাজমুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে