ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাজার চাঙা, মার্কেট মুভারে পরিবর্তন

২০২৬ জানুয়ারি ১৪ ১৬:২৬:০১
বাজার চাঙা, মার্কেট মুভারে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : আজ (১৪ জানুয়ারি, ২০২৬) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়লেও টাকার অঙ্কে মোট লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এই দিনে ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারের শীর্ষে নতুন করে চারটি কোম্পানি জায়গা করে নিয়েছে। ডিএসইর বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী এসব কোম্পানি হলো— সায়হাম টেক্সটাইল, বিডি থাই ফুড, খান ব্রাদার্স এবং মেঘনা ইন্স্যুরেন্স।

নতুন চার কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৮১ লাখ ৩৪ হাজার টাকার। এদিন কোম্পানিটির শেয়ারদর ২০ পয়সা বা ০.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৪০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ২০ টাকা ১০ পয়সা থেকে ২০ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিডি থাই ফুডের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ৯.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ১২ টাকা ৯০ পয়সা থেকে ১৩ টাকা ৯০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে।

লেনদেনের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স। আজ ডিএসইতে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকার। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৫০ পয়সা বা ৬.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৪১ টাকা ৭০ পয়সা থেকে ৪৪ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।

এছাড়া আজ ডিএসইতে মেঘনা ইন্স্যুরেন্সের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকার। এদিন কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা বা ৪.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৫০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ২৮ টাকা ৯০ পয়সা থেকে ৩১ টাকার মধ্যে ওঠানামা করে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে