ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিএনপির বিকল্প প্রার্থী সিদ্ধান্ত: ভোট মাঠে বড় পরিবর্তনের ইঙ্গিত

২০২৬ জানুয়ারি ১৪ ১১:৫৬:৫২
বিএনপির বিকল্প প্রার্থী সিদ্ধান্ত: ভোট মাঠে বড় পরিবর্তনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি বিকল্প প্রার্থী নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। দলীয় সূত্র জানায়, নির্বাচনের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। মূল প্রার্থীদের পাশাপাশি কিছু আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে যাতে হঠাৎ কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তারা নির্বাচন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিকল্প প্রার্থী থাকা মানেই নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

বিএনপি অন্তত তিনটি আসনে প্রার্থী পরিবর্তনের পরিকল্পনা করছে। দুটি আসনে প্রার্থীদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ঝুঁকির কারণ, আরেকটি আসনে প্রার্থী বয়োবৃদ্ধ ও অসুস্থ হওয়ায় বিকল্প প্রার্থী বিবেচনায় রাখা হয়েছে। নতুন কোনো জটিলতা দেখা দিলে ২০ জানুয়ারির মধ্যে সেখানে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীকে বিকল্প হিসেবে আনা হতে পারে।

এখন পর্যন্ত দেশের ছয়টি আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। এর মধ্যে সিলেট-৬, সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৪, কুমিল্লা-১০ ও যশোর-৪-এর নাম চূড়ান্ত করা হয়েছে বা প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট আসনে প্রার্থীদের বৈধতা নিয়ে নির্বাচন কমিশনের আপিলের ফলাফলের ওপরও বিকল্প প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নির্ভর করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিকল্প প্রার্থী রাখা মূলত নির্বাচনের জটিল পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য। শীর্ষ নেতারা সংশ্লিষ্ট আসনের বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে