ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন

২০২৬ জানুয়ারি ১৪ ১১:৫১:১০
মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৫টির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৫ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯৮ ও ১৯৫০ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকা। এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টি, কমেছে ১০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৯৮টি কোম্পানির শেয়ারের।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে