ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

২০২৫ সালে রেমিট্যান্সের বিশাল ঝড়

২০২৬ জানুয়ারি ০২ ১২:১৯:১৭
২০২৫ সালে রেমিট্যান্সের বিশাল ঝড়

নিজস্ব প্রতিবেদক : সদ্য শেষ হওয়া ২০২৫ সালে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহে অভূতপূর্ব উল্লম্ফন দেখা দিয়েছে। বাংলাদেশে প্রবাসীরা গত বছর পাঠিয়েছেন মোট ৩২.৮২ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২.১০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩.২৩ বিলিয়ন ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে স্বাধীনতার পর সর্বোচ্চ রেকর্ড ছিল ২০২৫ সালের মার্চে, যখন রেমিট্যান্স এসেছে ৩.৩০ বিলিয়ন ডলার। ধারাবাহিক এই প্রবাহের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে ৩৩.৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, হুন্ডি নিয়ন্ত্রণ, অর্থ পাচার কমানো, প্রবাসীদের আস্থা বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান, প্রণোদনা ও ডলার বাজারের স্থিতিশীলতার কারণে রেমিট্যান্সের এই প্রবাহ সম্ভব হয়েছে। বিগত সময়ে ব্যাংক খাতে অনিয়ম ও হুন্ডি ব্যবস্থার কারণে রেমিট্যান্স কাঙ্ক্ষিত হারে বাড়তে পারেনি। বিশেষ করে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে মাত্র ১.৫৩ বিলিয়ন ডলার, যা দেশের প্রবাসী অর্থনীতির জন্য উদ্বেগের সৃষ্টি করেছিল।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে—

জানুয়ারি: ২.১৯ বিলিয়ন

ফেব্রুয়ারি: ২.৫২ বিলিয়ন

মার্চ: ৩.৩০ বিলিয়ন

এপ্রিল: ২.১৪ বিলিয়ন

মে: ২.৯৯ বিলিয়ন

জুন: ২.৮২ বিলিয়ন

জুলাই: ২.৪৭ বিলিয়ন

আগস্ট: ২.৪২ বিলিয়ন

সেপ্টেম্বর: ২.৬৯ বিলিয়ন

অক্টোবর: ২.৫৬ বিলিয়ন

নভেম্বর: ২.৮৯ বিলিয়ন

ডিসেম্বর: ৩.২৩ বিলিয়ন

এই ধারাবাহিক প্রবাহের ফলে ২০২৫ সালে মোট রেমিট্যান্সের পরিমাণ ৩২.৮২ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের ২৬.৮৯ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বেশি।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “রেমিট্যান্স বাড়াতে হলে হুন্ডি কার্যক্রম বন্ধ করতে হবে। আগে বিদেশে প্রবাসীরা ডলার পাঠালেও তা হুন্ডির মাধ্যমে বাংলাদেশে টাকায় পরিশোধ হত। হুন্ডি নিয়ন্ত্রণ ও অর্থ পাচার কমানোর ফলে এখন প্রবাসী আয় বাড়ছে।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, “নগদ প্রণোদনা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান ও ডলার বাজারের স্থিতিশীলতার কারণে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাচ্ছেন। এর ফলে দেশের রিজার্ভ ও অর্থনীতির স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব পড়ছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে