ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএসইসি'র গভীর শোক

২০২৫ ডিসেম্বর ৩০ ২৩:১২:১৪
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএসইসি'র গভীর শোক

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাঁর মৃত্যুতে বিএসইসির চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীরা শোকাহত বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএসইসি'র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ৯৯০তম কমিশন সভায় এ উপলক্ষে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। সভায় বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বিএসইসি উল্লেখ করে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি আজীবন সংগ্রাম করেছেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

বিএসইসি আরও জানায়, রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ সময় বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি আপসহীন অবস্থান বজায় রেখেছেন। দেশের মানুষের কাছে তিনি একজন অনুসরণীয় ও শ্রদ্ধেয় নেত্রী হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শোকবার্তায় কমিশনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানায় বিএসইসি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে