ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

২০২৪ সালে মুনাফায় রেকর্ডের গল্প আলহাজ টেক্সটাইলের

২০২৫ ডিসেম্বর ৩০ ০০:৫৫:২৭
২০২৪ সালে মুনাফায় রেকর্ডের গল্প আলহাজ টেক্সটাইলের

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ২০২৪ অর্থবছরে অবিশ্বাস্য এক পরিবর্তনের গল্প শোনাল আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। বছরের বেশিরভাগ সময় লোকসানে থাকলেও, শেষ সময়ে এসে কোম্পানিটি তাদের ইতিহাসের সর্বোচ্চ প্রফিট অর্জন করেছে এবং শেয়ারহোল্ডারদের জন্য বড় অংকের ডিভিডেন্ড ঘোষণা করেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ অর্থবছরে আলহাজ টেক্সটাইল ২২ কোটি ৪৫ লাখ টাকা নিট প্রফিট করেছে। অথচ আগের বছরেও কোম্পানিটি লোকসানে ছিল। এই অভাবনীয় সাফল্যের ফলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৭ পয়সা, যা আগের বছর লোকসান ছিল ৭৮ পয়সা।

সাফল্যের নেপথ্যে আইনি বিজয়

এই রেকর্ড প্রফিটের পেছনে মূল ভূমিকা রেখেছে অগ্রণী ব্যাংকের সাথে দীর্ঘদিনের একটি আইনি লড়াইয়ের নিষ্পত্তি। কোম্পানির ভারপ্রাপ্ত সচিব শুভ রায় জানান, অগ্রণী ব্যাংকের সাথে এফডিআর সংক্রান্ত বিরোধ মিটে যাওয়ায় ৪৩ কোটি ৯৫ লাখ টাকা আয় হিসেবে দেখানোর অনুমতি দেন অডিটর। এতদিন এই বিশাল অংকটি ‘দায়’ হিসেবে জমা ছিল। আদালতের রায়ে আইনি বাধা দূর হওয়ায় এই অর্থ আয় হিসেবে যুক্ত হতেই প্রফিটের গ্রাফ তরতরিয়ে উপরে উঠে গেছে।

রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা

দারুণ এই মুনাফার ওপর ভিত্তি করে আলহাজ টেক্সটাইল তাদের ইতিহাসের সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২৪ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৩৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। এর আগে ২০১৩ সালে কোম্পানিটি সর্বোচ্চ ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

আর্থিক পরিস্থিতির চিত্র

• সম্পদ বৃদ্ধি: কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ১১৯ শতাংশ বেড়ে ১৮.৫২ টাকা হয়েছে।

• ক্যাশ ফ্লো: তবে মূল ব্যবসায়িক কার্যক্রম থেকে নগদ প্রবাহ এখনো ২.৫৮ টাকা ঋণাত্মক, যা নির্দেশ করে যে মূল ব্যবসা থেকে এখনো পর্যাপ্ত নগদ অর্থ আসছে না।

• দ্বন্দ্বের অবসান: পরিচালক ও স্পন্সরদের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল মিটে যাওয়ায় কোম্পানিটি এখন স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে।

আগামী ১৫ জানুয়ারি এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট এবং ৭ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। যদিও এই চমৎকার প্রফিটের খবর আসার পরও সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ২.১২ শতাংশ কমে ১৪৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে