ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সূচকের উত্থান আটকে দিল তিন কোম্পানি

২০২৫ ডিসেম্বর ২৯ ১৬:০৩:২৩
সূচকের উত্থান আটকে দিল তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ ডিসেম্বর) টানা সূচক পতনের মধ্য দিয়েই শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬২ পয়েন্টে। এদিন সূচক পতনে মূল ভূমিকা রেখেছে তিনটি কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আজ সূচক পতনে নেতৃত্ব দেওয়া তিন কোম্পানি হলো— বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। এই তিনটি কোম্পানি মিলিয়ে ডিএসইর প্রধান সূচক থেকে প্রায় ৭ পয়েন্ট বিয়োগ হয়েছে।

তালিকায় সর্বোচ্চ পয়েন্ট নেতিবাচক প্রভাব ফেলেছে বেক্সিমকো ফার্মা। আজ কোম্পানিটি একাই ডিএসইএক্স থেকে ৩ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন শেয়ারটির দর ২ টাকা ২ পয়সা বা প্রায় ২ দশমিক ৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৩ টাকা ৩০ পয়সায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ১০১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১০৬ টাকার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকা।

সূচক পতনে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক। আজ ব্যাংকটি ডিএসইএক্স থেকে ২ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৬০ পয়সা বা ০ দশমিক ৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৩ টাকা ৮০ পয়সায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ৬৩ টাকা ২০ পয়সা থেকে ৬৫ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ১ লাখ ৩ হাজার টাকার।

তৃতীয় অবস্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক। আজ কোম্পানিটি ডিএসইর সূচক থেকে ১ পয়েন্ট কমিয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ৩ দশমিক ২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ৮ টাকা ৯০ পয়সা থেকে ৯ টাকা ৩০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১৮ লাখ ৭৬ হাজার টাকা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে