ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৩২ বছরের এমপি প্রার্থীর বার্ষিক আয় শুনলে চমকে যাবেন!

২০২৫ ডিসেম্বর ২৯ ১১:৩৮:০৬
৩২ বছরের এমপি প্রার্থীর বার্ষিক আয় শুনলে চমকে যাবেন!

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বরিশালের বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের এক মনোনয়নপ্রত্যাশী। গণঅধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রার্থী ইয়ামিন এইচ এম ফারদিন নিজের বার্ষিক আয় প্রায় এক হাজার কোটি টাকা উল্লেখ করে আবেদন জমা দেওয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ৩২ বছর বয়সী এই প্রবাসী ইতালি থেকে মনোনয়নপ্রার্থী হয়েছেন। তিনি মুলাদী উপজেলার পশ্চিম নাজিরপুর গ্রামের বাসিন্দা, এবং পরিবারের পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। ফারদিন গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য এবং ইতালি শাখার সভাপতি।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর মনোনয়ন ফরমে নিজের পেশা ব্যবসায়ী উল্লেখ করে বার্ষিক আয়ের ঘরে লিখেছেন ‘প্রায় এক হাজার কোটি টাকা’। তবে আবেদনপত্রে ব্যবসার ধরন বা প্রকৃতি উল্লেখ করা হয়নি।

এই তথ্য প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তার প্রবাসজীবনের ব্যবসা বৈধ কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

ফারদিন জানান, তিনি ইতালিতে ১০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ব্যবসায় জড়িত—যেমন রেস্টুরেন্ট, এয়ার ট্রাভেল ও মানি ট্রান্সমিশন। তার বাবা দেশে ধান-চালের ব্যবসা করেন এবং পরিবারের কৃষিজমি রয়েছে।

তবে বার্ষিক আয় প্রায় এক হাজার কোটি টাকা উল্লেখটি ভুলবশত হয়েছে বলে দাবি করেছেন তিনি। ফারদিন বলেন, “পরে ওই আবেদন সংশোধন করে জমা দেওয়া হয়েছে।” কিন্তু সংশোধিত আবেদনপত্রের অনুলিপি দেখাতে পারেননি। তিনি জানিয়েছেন, সংশোধিত আবেদন জমা দেওয়ার সময় তিনি দেশে ছিলেন না এবং অন্য মাধ্যমে তা জমা দেওয়া হয়েছিল, পরে সংরক্ষণ সম্ভব হয়নি।

প্রবাসে পরিচালিত ব্যবসা থেকে তার প্রকৃত আয় কত, এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তরও দিতে পারেননি ফারদিন। তিনি বলেন, “আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হবে।”

এদিকে, গণঅধিকার পরিষদ এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে