ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঢাকা-১১ আসনে নাটকীয় মোড়: নাহিদের পক্ষে জামায়াত প্রার্থী

২০২৫ ডিসেম্বর ২৯ ১০:১২:২৩
ঢাকা-১১ আসনে নাটকীয় মোড়: নাহিদের পক্ষে জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা–বাড্ডা–ভাটারা–হাতিরঝিল আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানিয়ে সরে দাঁড়িয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আতিকুর রহমান। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল।

জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এনসিপির সঙ্গে আসন সমঝোতা হওয়ার পর সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আতিকুর রহমান নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া, নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।

পোস্টে আতিকুর রহমান লেখেন,“ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ।”

তিনি উল্লেখ করেন, প্রায় ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহির দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বলে জানান তিনি।

আতিকুর রহমান বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সব কিছুর ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন। তার ভাষ্যমতে, সম্মিলিত প্রচেষ্টার কারণে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সব শ্রেণি-পেশার মানুষের উল্লেখযোগ্য সমর্থন তৈরি হয়েছে, যা সাম্প্রতিক জরিপেও প্রতিফলিত হয়েছে।

তিনি ঢাকা-১১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অল্প সময়ের মধ্যেই তারা তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন।

এছাড়া নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে নারী কর্মীদের অবদান স্মরণ করে তিনি বলেন, জনমত গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

পোস্টের শেষাংশে আতিকুর রহমান লেখেন, সংগঠনের সিদ্ধান্তের প্রতি তারা সবাই পূর্ণ অনুগত ও আস্থাশীল। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে