ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চার কোম্পানির শেয়ারে চমকপ্রদ উত্থান

২০২৫ ডিসেম্বর ২৯ ১৭:০০:০৪
চার কোম্পানির শেয়ারে চমকপ্রদ উত্থান

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী বছরে, অর্থাৎ ২০২৫ সালের শুরুতে শেয়ারবাজারের পরিস্থিতি ছিল বেশ ইতিবাচক। বছরের শুরু থেকেই বাজার ঘুরে দাঁড়াতে থাকে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এই ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল। তবে ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারবাজারে বিনিয়োগ করে বছরে ৫০ লাখ টাকা বা তার বেশি মুনাফা অর্জনকারী বিনিয়োগকারীদের তথ্য যাচাইয়ে উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আয়কর সংক্রান্ত তথ্য সংগ্রহের অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠায় এনবিআর। এর পরপরই শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়, যা লেনদেনের গতি ও সূচকে চাপ সৃষ্টি করে।

এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার একাধিক বিতর্কিত নির্দেশনা ও সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করে। ফলে অনেক বিনিয়োগকারী বাজার থেকে দূরে সরে যেতে শুরু করেন। এর প্রভাবে সূচক ও লেনদেন ধারাবাহিকভাবে কমতে থাকে। এমন অস্থির পরিস্থিতির মধ্যেও চারটি কোম্পানির শেয়ারে শতভাগের বেশি মুনাফা অর্জিত হয়েছে।

এই চার কোম্পানি হলো— জিকিউ বলপেন, ডমিনেজ স্টিল, ইয়াকিন পলিমার এবং ইনফরমেশন সার্ভিসেস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য চার কোম্পানির মধ্যে সর্বোচ্চ মুনাফা দিয়েছে জিকিউ বলপেন। এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২৪ টাকা ১০ পয়সা বা ২৬৩ দশমিক ৫০ শতাংশ। সর্বশেষ আজ কোম্পানিটির শেয়ার দর লেনদেন হয়েছে ৪৪৭ টাকা ১০ পয়সায়। গত ২৯ সেপ্টেম্বর শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৫৯৯ টাকা ৫০ পয়সা। আর চলতি বছরের ২ জানুয়ারি এক বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ১২২ টাকা ১০ পয়সা।

মুনাফার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডমিনেজ স্টিল। বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ টাকা ৭০ পয়সা বা ১২০ দশমিক ৭৭ শতাংশ। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ টাকা ৭০ পয়সায়। গত ১৭ ডিসেম্বর শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ২৯ টাকা ৩০ পয়সা। আর চলতি বছরের ৭ মে ও ২২ জুন এক বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৯ টাকা ৯০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা এসেছে ইয়াকিন পলিমারের শেয়ারে। এক বছরে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ১০৫ দশমিক ৮১ শতাংশ। আজ সর্বশেষ শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সায়। গত ৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ছিল ১৯ টাকা ৫০ পয়সা। আর ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এক বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৮ টাকা ৫০ পয়সা।

এ ছাড়া ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারে এক বছরে দর বেড়েছে ৩৭ টাকা ৩০ পয়সা বা ১০১ দশমিক ০৮ শতাংশ। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৪ টাকা ২০ পয়সায়। গত ৯ সেপ্টেম্বর শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ১১৯ টাকা ২০ পয়সা। আর চলতি বছরের ৩০ এপ্রিল এক বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৩৩ টাকা ৭০ পয়সা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে