ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আত্নসমর্পণ করে জামিন পেলেন এনসিপির আখতার

২০২৫ ডিসেম্বর ২৮ ১৬:৪৩:২২
আত্নসমর্পণ করে জামিন পেলেন এনসিপির আখতার

নিজস্ব প্রতিবেদক : হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ ও জশিতা ইসলামের পৃথক আদালত এই আদেশ দেন।

আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “২০২১ সালে দায়ের করা পৃথক দুই থানার মামলায় আজ আখতার হোসেন আদালতে এসে আত্মসমর্পণ করেছেন এবং জামিনের আবেদন করেছেন। শুনানি শেষে আদালত তাকে এক মামলায় ৫০০ টাকা এবং অন্য মামলায় ১,০০০ টাকা সমমানের মুচলেকায় জামিন মঞ্জুর করেন।”

শুনানির আগে আখতার হোসেন জানান, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে চারটি মামলায় আমি অব্যাহতি পেয়েছি। বাকি দুটি মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন নিয়েছি।”

মামলাগুলোর অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শাহবাগ থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এছাড়া ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষ্যে অসুস্থ শরীর সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের সময় তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করা হয় এবং পরে শাহবাগ থানার পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে