ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জিএম কাদেরের জাতীয় পার্টির

২০২৫ ডিসেম্বর ২৬ ২০:২১:৫৯
২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জিএম কাদেরের জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বড় ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মোট ২৪৩টি আসনের জন্য দলের চূড়ান্ত প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তবে প্রার্থী ঘোষণার পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণ বজায় রাখার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ শর্ত জুড়ে দিয়েছে দলটি।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জাতীয় পার্টি সবসময়ই একটি নির্বাচনমুখী দল এবং তারা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রধান শর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি রাজনৈতিক দলের জন্য ‘সমান সুযোগ’ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দৃশ্যত ব্যর্থ হচ্ছে, যা অত্যন্ত আশঙ্কাজনক।

সংবাদ সম্মেলনে শামীম হায়দার আরও বলেন, যদি নির্বাচনের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা না হয় এবং পরিস্থিতি প্রতিকূল থাকে, তবে পরিস্থিতি বিবেচনায় জাতীয় পার্টি যেকোনো সময় নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে। তৃণমূলের নেতাকর্মীরা একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে উল্লেখ করে তিনি জানান, অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে তাদের বেশ হিমশিম খেতে হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, অনেক আগে থেকেই সারা দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি ছিল তাদের। তবে চুলচেরা বিশ্লেষণ শেষে আজ প্রথম দফায় ২৪৩টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হলো। জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব এখনও আশা করছে যে, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে জাতীয় পার্টিকে নির্ভয়ে নির্বাচনে অংশগ্রহণের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে